দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন। মৃত্যু ও আক্রান্তের এ সংখ্যা এক দিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন ৪৯ হাজার ৯০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।
গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০১ জন) হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮, বরিশাল বিভাগে ১৯৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১, চট্টগ্রাম বিভাগে ১০৪, রাজশাহী বিভাগে ৮২, খুলনা বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১০২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে সাত, খুলনা বিভাগে পাঁচ এবং ঢাকা বিভাগে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।