চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় দিদারুল আলম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল আলম সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর ছিলেন এবং তাঁর বাড়ি রাউজান উপজেলায়।
অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. জাকির রাব্বানী জানান, পরিবারের অনুরোধে প্রশাসনিক অনুমোদন নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ