ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান, গত সপ্তাহে স্কুল ভবন ধসের ঘটনায় এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার সিদোয়ার্জো শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি বোর্ডিং স্কুলের বহুতল ভবনের একাংশ গত সপ্তাহে ধসে পড়ে। জোহরের নামাজের জন্য ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী সমবেত হওয়ার পর ভবনটি ধসে যায়। এখনো প্রায় অর্ধ ডজন তরুণ নিখোঁজ রয়েছে। আজ সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসার্নাস)-এর অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তো জানান, আমরা আশা করছি— আজকের (সোমবার) মধ্যে উদ্ধারকাজ শেষ করতে পারব এবং মৃতদেহগুলো (পরিবারের কাছে) হস্তান্তর করব।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান বুদি ইরাওয়ান বলেন, স্কুলে ভবন ধসের এই ঘটনা এ বছর এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে বেশি প্রাণহানিকর। তদন্তকারীরা ভবন ধসের কারণ অনুসন্ধান করছেন। তবে, বিশেষজ্ঞদের মতে, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, নিম্নমানের নির্মাণকাজ এই ঘটনার জন্য দায়ী হয়ে থাকতে পারে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ