নিজের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউস প্রাঙ্গনে বিশ্বের জনপ্রিয় খেলা আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়ন শিপ (ইউএফসি) আয়োজনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এটি হলে প্রথমবারের মতো হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত হবে জনপ্রিয় এই খেলা। বহুল আলোচিত ইউএফসি’র এই ইভেন্ট আগামী বছর হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে।
ভার্জিনিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি নরফোকে অনুষ্ঠিত এক সমাবেশে ট্রাম্প নিজেই এই ঘোষণা দিয়েছেন। বলেছেন, আগামী বছরের ১৪ জুন হোয়াইট হাউসের মাঠে ইউএফসি লড়াই আয়োজন করতে যাচ্ছি। ওই দিন যে তার জন্মদিন তা উল্লেখ না করেই এ ঘোষণা দেন ট্রাম্প।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ৮০তম বছরে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। এ বছর নিজের ৭৯তম জন্মদিনে মার্কিন সামরিক বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কুচকাওয়াজের আয়োজন করেন ট্রাম্প।
এর আগে আগস্টে ইউএফসি বস ডানা হোয়াইট ঘোষণা দেন যে, বিশ্বব্যাপী জনপ্রিয় এই মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) আগামী বছরের ৪ জুলাই থেকে শুরু হবে। ওই দিন ২৫০ বছর পূর্তি উদযাপন করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প কয়েক দশক ধরে ইউএফসির সমর্থক। সম্প্রতি তিনি নিউ জার্সিতে একটি ইউএফসি ৩১৬তম ইভেন্টে যোগ দেন। যেখানে ফাইটাররা তাদের প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে। এসময় তাদেরকে তাদের প্রতিপক্ষকে লাথি, ঘুষি দিতে দেখা যায়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ