সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খিলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মোগলাবাজারের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমার শওকত আলীর ছেলে আহমেদ মোহাম্মদ সায়েম (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ