ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক শুবমান গিলকে নিয়ে আলোচনার জোর কমছে না। রোহিত শর্মা দল থেকে বাদ পড়েননি, কিন্তু ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বেশ হঠাৎ করে এই দায়িত্ব নিতে হয়েছে শুবমান গিলকে।
গত মে মাসে টেস্ট অধিনায়কত্ব পাওয়া গিলকে সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
কিন্তু ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন, গিলের কাঁধে অতিরিক্ত চাপ দেয়ায় তাঁকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন,"গিল অধিনায়ক হতে চায়নি। নির্বাচকরা, বিশেষ করে অজিত আগারকার নেতৃত্বাধীন কমিটি, তাঁকে চাপিয়ে দিয়েছে। এটা প্রত্যাশিত হলেও আমার ধারণা ছিল ২০২৭ বিশ্বকাপের পর গিল অধিনায়ক হবেন। এখন এত দ্রুত এত দায়িত্ব পাওয়া তার জন্য ঝুঁকি হতে পারে।"

কাইফ আরও বলেন, "একজন খেলোয়াড় স্বাভাবিকভাবেই অধিনায়কত্ব চাইবে না। গিলও এর ব্যতিক্রম নয়। অথচ তার ওপর এত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে তার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"
তাঁর মতে, রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব দ্রুত ছিনিয়ে নেওয়া হয়েছে, যা ভারতীয় দলের জন্য ক্ষতিকর হতে পারে।
তিনি বলেন, "রোহিত একজন অসাধারণ ব্যাটসম্যান ও নেতা। অধিনায়কত্ব হারালে তার খেলায় প্রভাব পড়তে পারে। এখন তার প্রতি ম্যাচ ও সিরিজ পর্যায়ে বিচার হবে, যা চাপ বাড়াবে।"
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজে শুবমান গিলের নেতৃত্বে খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। রোহিত শর্মাও দলের সঙ্গে থাকবেন, কিন্তু অধিনায়কত্ব তাঁর নেই।
বিডি প্রতিদিন/মুসা