বৃষ্টি শুরু হওয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়াল হোসেন মৃত ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আওয়াল মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকের দাফনের জন্য নগদ ২০ হাজার টাকা ও ৪৫ কেজি শুকনো খাবার পরিবারকে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ