আত্মশুদ্ধি ও অশুভ ত্যাগের প্রতীক প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করেছেন কলাপাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনের সূচনা হয়। বৌদ্ধ বিহারগুলোতে রাখাইন নর-নারীদের সমাগমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দিনব্যাপী চলে ধর্মীয় আচার, ফানুস ওড়ানো, পিঠা তৈরি ও নানা আয়োজন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বৌদ্ধ ভিক্ষুরা জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে এই উৎসব পালিত হয়। রাখাইন মংচো ও চোতেন মাতুব্বর বলেন, রাখাইন পাড়াগুলোতে প্রবারণাকে ঘিরে চলছে নানান ধর্মীয় আয়োজন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ