বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূর কাছ থেকে যুবদল নেতা-কর্মী পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে যুবদলকর্মী পরিচয়ে শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) হাতিরঝিলের নয়াটোলা গ্রিনওয়ে এলাকার ৬৫৩ নম্বর বাড়ির চতুর্থ তলার ৪/বি ফ্ল্যাটে যান। তারা ফ্ল্যাট মালিক শারমিন ওয়াদুদ নিপার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। নিপার কাছে ওই টাকা না থাকায় তিনি তার ছোট বোন ও মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মরহুম খন্দকার আবদুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলকে ফোনে জানান তার ১ লাখ টাকা জরুরি প্রয়োজন। একথা শুনে তানজিন হামিদ মিতুল রাত ১১টা ২০ মিনিটে তার বোন নিপার ফ্ল্যাটে গিয়ে দেখেন সেখানে চার যুবক বসে আছেন। তানজিন হামিদ মিতুল জানান, তিনি ওই যুবকদের কাছে জানতে চান কেন তারা সেখানে এসেছেন। তখন যুবদল নেতা পরিচয় দেওয়া শাওন কোমরে থাকা দেশি অস্ত্র দেখিয়ে তাকে কোপানোর ভয়ভীতি প্রদর্শন করেন। টাকা না দিলে ফ্ল্যাট খালি করারও হুমকি দেন। তিনি বলেন, ভয়ে আমি রাতে মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দিই এবং আরও ২০ হাজার টাকা একটি চেকের (চেক নং ৪১০৩১৭৩) মাধ্যমে দিই। আমি আমার শ্বশুর খন্দকার দেলোয়ার হোসেনের পরিচয় দিয়েছি।
আমার স্বামী খন্দকার আবদুল হামিদ ডাবলু এবং দেবর আকতার হামিদ পবনের পরিচয়ও দিয়েছিলাম। এর পরও তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, তারা অভিযোগটি পেয়েছেন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করেছেন। যারা চাঁদা নিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় যাচাইবাছাই করা হচ্ছে। মামলা রেকর্ডের জন্য ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে।