বিশ্বখ্যাত রক ব্যান্ড দ্য স্ম্যাশিং পাম্পকিনস ভারত সফর বাতিল করেছে। তারা জানিয়েছে, কিছু অপ্রত্যাশিত লজিস্টিক চ্যালেঞ্জ এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের কনসার্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।
ব্যান্ডটি একটি ফেসবুক ঘোষণায় লেখেছে,“অপ্রত্যাশিত লজিস্টিক চ্যালেঞ্জ এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে বেঙ্গালুরু ও মুম্বাইয়ের দুইটি আসন্ন কনসার্ট বাতিল করতে হচ্ছে। আমরা জানি ভক্তদের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার সেই মান বজায় রেখে পারফর্ম করা সম্ভব হচ্ছে না।”
প্রেস নোট অনুযায়ী, তাদের ভারত সফরসূচির প্রথম কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১১ অক্টোবর বেঙ্গালুরুর স্টেজে এবং পরের দিন, ১২ অক্টোবর, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে।
প্রেস নোট অনুযায়ী, ব্যান্ডটির ভারত সফরে প্রথম কনসার্ট হওয়ার কথা ছিল ১১ অক্টোবর বেঙ্গালুরুতে এবং এরপর ১২ অক্টোবর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে।
এই সফরে তারা তুলে ধরতে চেয়েছিল তাদের তিন দশকের সঙ্গীতযাত্রার মাইলফলক গানগুলো, যেমন টুনাইট, টুনাইট, বুলেট উইথ বাটারফ্লাই উইংস, টুডে ও নাইনটিন সেভেন্টি নাইন। পাশাপাশি শোনার কথা ছিল তাদের সাম্প্রতিক হিট গান-সাইহোমি ও বেগাইল্ড । এমনকি নতুন প্রকল্প এটাম এবং প্রশংসিত অঘরি মঘরি মেই -এর কিছু অংশও থাকত পারফরম্যান্সে।
‘রক ইনভেশন ২০২৫ এশিয়া ট্যুর’ এর অংশ হিসেবেই ভারত সফরের পরিকল্পনা ছিল। ইতিমধ্যে তারা জাপানের টোকিও, ইয়োকোহামা, ওসাকা, ফুকুওকা, হিরোশিমা, এরপর বুসান, ম্যানিলা, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, বাহরাইন ও আবুধাবিতে শো শেষ করেছে।
বিডি প্রতিদিন/মুসা