আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মাদাগাস্কার। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করছেন। সোমবার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। খবর রয়টার্সের।
এদিন রাস্তায় তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবরও পাওয়া গেছে। ভারত মহাসাগরের এই দ্বীপদেশের রাজধানী আনতানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মূলত পানির ঘাটতি ও লোডশেডিংয়ের কারণে গত মাসে শুরু হওয়া এ বিক্ষোভ শিক্ষার্থীরাই সরকারবিরোধী বড় আন্দোলনে পরিণত করেন। যদিও সরকারবিরোধী এ বিক্ষোভকারীদের শান্ত করতে দিনকয়েক আগেই দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনা তার মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন।
কিন্তু বিক্ষোভকারীদের সিংহভাগই এখন ৫১ বছর বয়সী প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন। বিক্ষোভের শুরুর কয়েক দিনেই অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন বলে জানিয়েছিল জাতিসংঘ। দেশটির সরকার অবশ্য এই সংখ্যা প্রত্যাখ্যান করেছে।
বিডি-প্রতিদিন/শআ