দুই দশক ধরে নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন আবদুন নূর সজল। এই সময়ে এসে তিনি তার সঙ্গে অভিনয় করা চার নায়িকা নিয়ে কথা বলেছেন। তার মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, পূর্ণিমা ও পূজা চেরী। তিনি মেহজাবীনকে নিয়ে বলেন, ‘প্রচণ্ড দায়িত্বশীল একজন অভিনেত্রী।’ অন্যদিকে মিমের সঙ্গে অনেক কাজ করেছেন সজল। আর পূর্ণিমা তার কাছে মজার মানুষ। কাজ করতে তার সঙ্গেও ভালো লাগে সজলের। তবে পূজা চেরীকে নিয়ে সজল বললেন অন্য কথা। তিনি বলেন, ‘পুরোপুরি ম্যাচিউরড একজন নায়িকা। ভালো অভিনেত্রী। শুটিং না থাকলে সারাক্ষণ দুষ্টুমি করে, কিন্তু কাজের সময় খুব সিরিয়াস।’