এবার সাইবার বুলিং নিয়ে সোচ্চার হলেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির। এ অভিনেত্রী বলেন, তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছো? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছো? তুমি এত নেতিবাচক কেন হচ্ছো? কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছো ঘুমাতে যাওয়ার আগে, ‘আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কী আনন্দ পাচ্ছি?’ কখনো কি নিজেকে এমনটা প্রশ্ন করেছো? যদি না করে থাকো, তাহলে এখন থেকেই করা শুরু করো। এরপর তিনি বলেন, ‘কারণ এভাবে চললে তুমি কখনো একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয়।’ সব শেষে সাইবার বুলিং নিয়ে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করুন।’ আসলে প্রযুক্তি আধুনিক জীবনব্যবস্থার জন্য একটি অপরিহার্য আশীর্বাদ, কিন্তু এই প্রযুক্তির অপব্যবহারও চলছে। আর এতে বিড়ম্বনায় পড়ে নাজেহাল হচ্ছেন শোবিজ তারকারা। অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকতে নিজের ফেসবুকে তারকারা নিজের ছবি প্রকাশ করেন। ওই পোস্টগুলো কখনো কখনো তাদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে। তেমনি সম্প্রতি ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে।