বিশ্বব্যাপী আজ সোমবার রাতে আকাশে দেখা যাবে এ বছরের প্রথম সুপারমুন। অর্থাৎ স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় কিছুটা বড় ও বেশি উজ্জ্বল চাঁদ।
নাসার তথ্যানুসারে, পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর কক্ষপথে তুলনামূলক কাছাকাছি অবস্থান করলে সেটিকে সুপারমুন বলা হয়। এ সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।
ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডেরিক পিটস বলেন, এটি খুব একটা অস্বাভাবিক নয়। বছরে কয়েকবার এমনটা ঘটে।
তিনি আরও জানান, সুপারমুন দেখতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই—শুধু আকাশ পরিষ্কার থাকলেই পৃথিবীর যে কেউ এটি খালি চোখে দেখতে পারবেন। তবে যারা নিয়মিত চাঁদ পর্যবেক্ষণ করেন না, তাদের কাছে পার্থক্যটা খুব স্পষ্ট নাও লাগতে পারে।
আজকের সুপারমুনের সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬১,৪৫৯ কিলোমিটার (২,২৪,৬০০ মাইল) দূরত্বে অবস্থান করবে।
নাসা জানিয়েছে, নভেম্বর মাসে বছরের সবচেয়ে কাছের সুপারমুন দেখা যাবে, এরপর ডিসেম্বরে আরেকটি। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে আরও দুটি চমক অপেক্ষা করছে আকাশপ্রেমীদের জন্য—মার্চে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং আগস্টে একটি আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ।
বিডিপ্রতিদিন/কবিরুল