চাঁদে থাকা গহ্বরগুলোতে বিপুল পরিমাণ প্লাটিনামসহ দুর্লভ ধাতু মজুদ থাকতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীরা মনে করছেন, কোটি কোটি বছর ধরে চাঁদের বুকে আছড়ে পড়া গ্রহাণুগুলো এসব ধাতু সেখানে জমা করে গেছে।
গবেষণায় বলা হয়েছে, প্রায় ৬ হাজার ৫০০টি গহ্বরে প্লাটিনাম, প্যালাডিয়াম ও রোডিয়ামসহ মূল্যবান ধাতু থাকতে পারে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৪০০ গহ্বরে হাইড্রেটেড খনিজে (খনিজে পানি মিশ্রিত অবস্থায় থাকে) পানি থাকার সম্ভাবনাও রয়েছে। এসব পানি ভবিষ্যতে চাঁদে গবেষণা ও বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণা দলের নেতৃত্বে থাকা জয়নাথ চেন্নামঙ্গলম জানান, পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণুগুলোর তুলনায় চাঁদে আছড়ে পড়া গ্রহাণুগুলো থেকে সম্পদ আহরণ করা বেশি লাভজনক হতে পারে। কারণ, চাঁদের অবস্থান স্থির ও সহজে পৌঁছানো যায়। অন্যদিকে মহাকাশে ভাসমান গ্রহাণুতে পৌঁছানো কঠিন ও ব্যয়বহুল।
বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর সীমিত সম্পদ ও খননজনিত পরিবেশ দূষণের বিকল্প হিসেবে মহাকাশ খনন নতুন সুযোগ তৈরি করতে পারে। চাঁদে যদি এসব মূল্যবান ধাতু ও পানি মজুত থাকে, তবে তা ভবিষ্যতের শিল্প, চিকিৎসা এবং মহাকাশ গবেষণায় অত্যন্ত কার্যকর হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল