রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বনানী ২০২৫ সালের জুন সিরিজের ও’ লেভেল ও এ’ লেভেল পরীক্ষায় তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এ বছর ০৭ জন শিক্ষার্থী প্রায় সব বিষয়ে এ’ ও এ’ স্টার অর্জন করে ডেইলি স্টার অ্যাওয়ার্ডে মনোনীত হন। শুধু এই “লাকি সেভেন” নয়, অন্যান্য শিক্ষার্থীরাও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করেছেন।
সাউথ পয়েন্ট, বনানীর ২০২৫ সালের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী
- ও’ লেভেল: সর্বমোট ৭৭ বিষয়ে এ’ ও এ’ স্টার (মোট বিষয়ের ৬০%), এবং ৩০ বিষয়ে বি’ (মোট বিষয়ের ২৩%)। ডেইলি স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ০৭ জন।
- এ’ লেভেল: সর্বমোট ৩১ বিষয়ে এ’ ও এ’ স্টার (মোট বিষয়ের ৫৮%), এবং ৭ বিষয়ে বি’ (মোট বিষয়ের ১৩%)। ডেইলি স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ০৭ জন।
সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য প্রতিষ্ঠান ও অভিভাবকদের গর্বিত করেছে। শিক্ষার্থীদের পরিশ্রম, প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং অভিভাবকের সহযোগিতা মিলিয়ে এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক