সম্প্রতি প্রকাশিত হল ও লেভেল অ্যান্ড এ লেভেল এর জুন ২০২৫ সিরিজ পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফলে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী প্রতিবারের ন্যায় এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
এ বছর অত্র ক্যাম্পাসের সাত জন শিক্ষার্থী অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এর মধ্যে সাতজন প্রায় সব বিষয়ে এ ও এ স্টার পেয়ে সম্মানজনক ডেইলি স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। এবং শুধু এই লাকি সেভেনরাই নয়, অন্যান্যরাও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করেছে বলে জানান সাউথ পয়েন্ট, বনানী কর্তৃপক্ষ।
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন যারা :
ও’ লেভেল : নাফিসা লাবিবা তাবাসসুম, ৮ বিষয়ের সবগুলোতেই এ স্টার অর্থাৎ ৮ এ স্টার। হুমাইরা তাকিয়া আহমেদ, ৭ বিষয়ে এ স্টার। তাহসিন তারান্নুম আহীর- সকল বিষয়েই এ’ অ্যান্ড এ’ স্টার। তারান্নুম তাসনিম জামান- ৬ অ্যান্ড’ এন্ড এ’ স্টার। মুহাম্মাদ আরাফ- ৬ এ’ এন্ড এ’ স্টার। মেহরাব মনজুর- ৯ এ’ অ্যান্ড এ’ স্টার এবং মো. কেফায়াত ভূঁইয়া কাইফ- ৬ এ’ এন্ড এ’ স্টার।
এ’ লেভেল : সালিল আইমান আরাফ ৫ বিষয়ের সবগুলোতেই এ’ স্টার অর্থাৎ ৫ এ’ স্টার। অনন্য রঙ্গন পল, ৪ বিষয়ের সবগুলোতেই এ’ স্টার অর্থাৎ ৪ এ’ স্টার। আহনাফ আন্নাফি- ফামান ৪ বিষয়ের সবগুলোতেই এ’ স্টার, অর্থাৎ ৪ এ’ স্টার। রাহীক আফরিণ- ৪ বিষয়ের সবগুলোতেই এ’ অর্থাৎ ৪ এ’। সুহৃদ সূর্য রহমান- সকল বিষয়েই এ’ অ্যান্ড এ’ স্টার। সাদ বিন মাহমুদ- সকল বিষয়েই এ’ অ্যান্ড এ’ স্টার এবং মুনশি জাবির একরাম- সকল বিষয়েই এ’ অ্যান্ড এ’ স্টার।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানীর ২০২৫ এর সার্বিক ফলাফল পরিসংখ্যান হচ্ছে :
ও’ লেভেল ফলাফল : সর্বমোট ৭৭ বিষয়ে এ’ অ্যান্ড এ’ স্টার (মোট বিষয়ের ৬০%), এবং ৩০ বিষয়ে বি’ (মোট বিষয়ের ২৩%), ডেইলি স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ৭ জন।
এ’ লেভেল ফলাফল : সর্বমোট ৩১ বিষয়ে এ’ অ্যান্ড এ’ স্টার (মোট বিষয়ের ৫৮%) এবং ৭ বিষয়ে বি’ (মোট বিষয়ের ১৩%), ডেইলি স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ৭ জন।
সাউথ পয়েন্ট, বনানী’র শিক্ষার্থীদের অভূতপূর্ব এ অর্জনে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানী শাখার অধ্যক্ষ কর্নেল ই এম মোরশেদ আলম, এমফিল, পিএইচডি সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো ভালো করার ব্যপারে গুরুত্বারোপ করেন।
সংক্ষিপ্ত সিলেবাস মুখস্থ করে ভালো ফলাফল অর্জন নয়, বরং সৃজনশীল শিক্ষাচর্চায় মেধার বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাসী, আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। ২০০২ সালে রাজধানীর গুলশানে মাত্র ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে এখন পড়ালেখা করছে ১৮০০০ শিক্ষার্থী। কর্ণফুলী শিপবিল্ডার্সের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী এম. এ. রশিদের পৃষ্ঠপোষকতা ও ভিকারুননিসা নূন কলেজের সাবেক অধ্যক্ষ মিসেস হামিদা আলীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠান।
বিডি প্রতিদিন/আশিক/শআ