সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার বিকেলে বিএনপি নেতা আজাদ হোসেন সনাতন ধর্মাবলম্বী ৫শত দু:স্থ নারীর মধ্যে শাড়ী বিতরণ করেছেন। এই আয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সম্পন্ন হয়।
এসময় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা প্রজন্মদল ও জেলা যুবদলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্গা উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই উল্লাপাড়া বিএনপি তাদের পাশে থাকবে এবং সকল সহযোগিতা প্রদান করবে।
বিডি প্রতিদিন/আশিক