দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হয়ে মাত্র ১২৪ রানে থেমে যায় বাংলাদেশ ক্রিকেট দল, ফলে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয়।
তবে হতাশার রাত কাটতেই দলের ব্যস্ততা থেমে নেই। আগেই ঠিক করা হয়েছিল, এশিয়া কাপ শেষ হতেই সংযুক্ত আরব আমিরাত-এ শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর, পরের ম্যাচগুলো ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ থেকে গ্রুপপর্বে বিদায় নেওয়া আফগানিস্তান বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে। বিশেষ করে রশিদ খান, মুজিবুর রহমানদের স্পিন হবে বড় হুমকি। ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে ব্যাটারদের দায়িত্বশীলতা অপরিহার্য।
ফাইনালের স্বপ্ন হাতছাড়া হলেও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ বাংলাদেশের জন্য পুনর্গঠনের সুযোগ। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে লড়াকু মানসিকতায় ফিরলেই আস্থা ফিরে পাবে টাইগাররা।
বিডি প্রতিদিন/আশিক