নিখোঁজের ৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ জমি থেকে মিল্লাত আলী (৫৫) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দাঁতমন্ডল বিলের মাঝে জমি থেকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়। মৃত মিল্লাত আলী দাঁতমন্ডল গ্রামের মুকসুদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর সকালে দাঁতমন্ডল এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে কোথাও তার কোন খোঁজ পায়নি। এ ঘটনায় তার ছেলে গত ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরো জানান, শুক্রবার সকালে দাঁতমন্ডল এলাকায় বিলের মাঝে তার ছেলে সকালে তাদের জমিতে কাজ করতে গিয়ে জমির মাঝে তার পিতার কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, লাশ শিয়াল/কুকুরে খেয়ে ফেলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জমিতে হিট স্ট্রোক করে মারা গেছেন।
বিডি প্রতিদিন/এএম