শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পূজামণ্ডপে আগত রাতের দর্শনার্থীদের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি বিষয়ক আলোচনা করেন।
জেলা প্রশাসক বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উদযাপনের দ্বারপ্রান্তে আমরা রয়েছি। পূজামণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় শেষ। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ বছর আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজার দুই দিন আগে থেকেই আনসার মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাষাঢ়া মোড়ে রাতভর বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টহল চলবে। মণ্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক ও মহিলা আনসারও যুক্ত করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন, হিন্দু সম্প্রদায়ের নেতা শংকর সাহা, শিখন সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল