গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিএনপির উদ্যোগে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই বাজারে এ বৈঠক হয়। এতে সাধারণ খেটে-খাওয়া মানুষ, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বৈঠকে সভাপতিত্ব করেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহাবুদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন মৃধা ও আবু জাফর, সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই স্বপন, কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও কামরুল হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল