বগুড়া রেলস্টেশন এলাকা থেকে দুলু সরকার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলু সরকার বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার আজহার আলী সরকারের ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই