বেকার ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেহেরপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেহেরপুর শহরের মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান।
কুষ্টিয়া ল্যাব কেয়ার-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই হাজার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেন। একই সঙ্গে প্রাথমিক ও প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বেল্লাল হোসেন জানান, “এখানে অনেক ভালো চিকিৎসা সেবা পেয়েছি। ডাক্তারদের ব্যবহারে আমরা মুগ্ধ।”
মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক ও ল্যাব কেয়ারের চেয়ারম্যান ডা. সজিবুল হক বলেন, “এই ক্যাম্পের আয়োজন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান। তিনি ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে শহর ও ইউনিয়নে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”
এসময় কামরুল হাসান বলেন, “নিয়মিতই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করব। অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
বিডি প্রতিদিন/আশিক