ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইউরোপীয় শক্তিগুলোর আসন্ন নিষেধাজ্ঞার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণে এ কথা জানান মাসুদ পেজেশকিয়ান।
জাতিসংঘে ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি এই পরিষদের সামনে দাঁড়িয়ে আবারো ঘোষণা করছি যে, ইরান কখনোই পরমাণু বোমা তৈরির চেষ্টা করেনি এবং করবেও না’। কারণ দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের উপর তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির শুরু করা ৩০ দিনের একটি প্রক্রিয়া ২৭ সেপ্টেম্বরের সময়সীমার কাছাকাছি চলে আসছে।
E3 নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তি তেহরানের বিরুদ্ধে ২০১৫ সালে বিশ্বশক্তির সাথে করা চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। যার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত