শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফজিলাতুন্নেছা মুজিব হলসহ তিনটি হলের নাম পাল্টে নতুন নামকরণ করা হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন তিনটি নতুন হলের নামকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ৬টি হল ও একটি গবেষণা কেন্দ্রের নতুন নামকরণ করা হয়। দিনব্যাপী এ সিন্ডিকেট সভা শেষ হয় রাত ১০টায়।
সিন্ডিকেট পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের এই সিন্ডিকেট সভায় আবাসিক হলের নাম পরিবর্তনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমাতুজ জাহরা হল’ নামে নতুন নামকরণ করা হয়েছে।
পাশাপাশি নির্মাণাধীন তিনটি নতুন হলের নামকরণ করা হয়েছে। দশতলা বিশিষ্ট ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ ও আন্তর্জাতিক হলের নাম হবে 'এম. সাইফুর রহমান হল'।
এছাড়াও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তিত নাম ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
বিডি প্রতিদিন/জুনাইদ