রাজবাড়ীতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলার আবুল হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে চক্ষু রোগীরা সেবার জন্য আসেন। সেবা নিতে আসা চক্ষুরোগীরা বলেন, রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের ডাক্তার নাই। অনেকটা নিরুপায় হয়ে তাদের এই ক্যাম্পে আসা। তবে ক্যাম্পের চিকিৎসা সেবা ভালো বলে জানান তারা।
ক্যাম্পের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল মিন্টু বলেন, রাজবাড়ী সরকারি হাসপাতালে দীর্ঘদিন চক্ষু চিকিৎসক নেই। উপজেলা স্বাস্থ্যগুলোতে চোখের ডাক্তার নেই দীর্ঘদিন। অসহায় রোগীদের সেবা দিতে আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি সকালে ক্যাম্পের উদ্বোধন করেছেন।
দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চক্ষু চিকিৎসক নিয়োগের দাবিও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই