কানাডার ইফসা টরন্টো চলচ্চিত্র উৎসবে আগামী ১৮ অক্টোবর প্রিমিয়ার হতে যাচ্ছে প্রসূন রহমানে চলচ্চিত্র ‘শেকড়’-এর। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত বৃহত্তম এ উৎসবটি শুরু হচ্ছে ৯ অক্টোবর এবং শেষ হবে ১৯ অক্টোবর। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির সেই চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শেকড়ের সন্ধানে খুঁজে ফেরার গল্প। পেছনে ফেলে যাওয়া প্রিয় মানুষদের সঙ্গে আবার যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প।’ ইমেশন ক্রিয়েটরের প্রযোজনায় ‘শেকড়’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধুরী, সংগীতা চৌধুরী, হামিদুর রহমান, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, সরকার রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন সাহিল রনি, শিল্প নির্দেশনায় তারেক বাবলু, সম্পাদনায় মাহফুজুল হক আশিক এবং সংগীত পরিচালনায় রোকন ইমন। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে শেকড় সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান।