কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচ্চু, দাদিমা, মায়ের হাতে বেহেশতের চাবি, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনারসহ প্রায় অর্ধ শতাধিক ছবির তারকা পরিচালক এফ আই মানিক ভালো নেই। হার্নিয়াসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি এখন মগবাজারের ইনসাফ বারকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাণ প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় অনেকের মতো এই খ্যাতিমান নির্মাতাও কাজের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। নানান অসুখ-বিসুখেও ভুগছিলেন।
বর্তমানে হার্নিয়ার অবস্থা জটিল রূপ ধারণ করায় তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন। অন্যদিকে একসময়ের নামি চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক রুহুল আমিন বাবুল দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। তিনি অভিনেতা প্রয়াত জসিমের প্রযোজনা সংস্থা জ্যাম্বস গ্রুপের সঙ্গে যুক্ত থেকে প্রযোজনা করেছেন দোস্ত দুশমন, বারুদ, চাঁদ সুরুজসহ বেশকটি ব্যবসাসফল জনপ্রিয় ছবি। চিত্রনায়িকা নূতন তাঁর সহধর্মিণী। মরণব্যাধি রোগে আক্রান্ত এই চলচ্চিত্রকারের দেখাশোনা বর্তমানে তাঁর স্ত্রী নূতনই করছেন। তাঁরা চলচ্চিত্র জগতের মানুষ ও দর্শক ভক্তের দোয়া চেয়েছেন।