ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েল তার সামরিক অভিযান বন্ধ করেনি। বরং, "নেতানিয়াহুর মিথ্যাচার" প্রমাণিত হচ্ছে লাগাতার হামলার মধ্য দিয়ে। খবর আল জাজিরার।
হামাস জানায়, শনিবার সকাল থেকেই ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, 'সিয়োনিস্ট দখলদার বাহিনী গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ ও গণহত্যা অব্যাহত রেখেছে।'
সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসলামি ও আরব দেশগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
হামাস বলেছে,'গত দুই বছর ধরে গাজায় চলতে থাকা গণহত্যা ও অনাহারের যুদ্ধ বন্ধ করতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন। বিশ্বের স্বাধীন মানুষদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ফিলিস্তিনি জনগণের পাশে থেকে সংহতি জানান এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে চাপ সৃষ্টি করেন, যেন এই আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ বন্ধ হয়।'
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা