মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। ‘সাজন’ ছবির সময় থেকে তাদের প্রেম শুরু হয়। তবে তাদের সম্পর্কের মোড় ঘুরে যায় যখন সঞ্জয় দত্ত ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। মাধুরীর মা চাইতেন তারা তাড়াতাড়ি বিয়ে করুক। কিন্তু সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী সিদ্ধান্ত নেন, তার পক্ষে সঞ্জয়ের জীবন এবং মামলার জটিলতার সঙ্গে নিজেকে যুক্ত করা বিপজ্জনক। তিনি ভয় পেয়েছিলেন যে সঞ্জয়ের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা তাকে কোনোভাবে ফাঁসানো হতে পারে, যা তার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। মাধুরী তার পেশাদার জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন এবং তার থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন। এ ঘটনা বলিউডের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। যেখানে ব্যক্তিগত সম্পর্ক তারকাদের ক্যারিয়ারের নিরাপত্তার কাছে হেরে গিয়েছিল। মাধুরীর এ সিদ্ধান্ত সেই সময় তার নিজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষার একটি স্পষ্ট বার্তা ছিল।