আশুলিয়ার জামগড়া এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগে।
শ্রমিকরা জানান, ৪ হাজার ১০০ জন শ্রমিক কারখানায় কাজ করেন। দ্বিতীয় তলায় বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার বিষয়টি শ্রমিকরা টের পান। কর্তৃপক্ষ তাৎক্ষণিক কারখানার সব গেট খুলে শ্রমিকদের বের করে দেন। ফায়ার সার্ভিস (ঢাকা অঞ্চল-৪)-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। বিকাল ৪টা ২৭ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
এদিকে, গতকাল সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড মাছিমপুর এলাকার মেসার্স সত্যরঞ্জন ও রনি কাটিং সেন্টার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।