বলিউডের ‘নবাব’ খ্যাত সাইফ আলি খান সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট। নব্বইয়ের দশকের শুরুতে বলিউডে পা রাখা এই অভিনেতা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে নিজেকে বদলে নিয়েছেন তা নিয়ে।
তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে— স্ত্রী বা প্রেমিকার সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা। এ বিষয়ে সাইফের স্বীকারোক্তি বেশ স্পষ্ট ও বাস্তবসম্মত। তিনি বলেন, ‘বউ বা বান্ধবীর সঙ্গে সিনেমা করার আইডিয়া ভালো না।’
সাইফ জানান, নব্বইয়ের দশকে যখন তিনি কাজ শুরু করেন, তখন অনেকে তাকে ‘এত সুযোগ পাওয়ার জন্য ভাগ্যবান’ বলতেন। তবে সে সময় তিনি ‘সেরা সিনেমা’ বা ‘প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ’ পাচ্ছিলেন না।
দীর্ঘদিন কাজ করতে করতে সাইফ একটা বিষয় বুঝতে পারেন সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘হেলদি কম্পিটিশন’ (সুস্থ প্রতিযোগিতা) থাকলে তার অভিনয় আরও ভালো হয়। আর ঠিক এই কারণেই তিনি মনে করেন, প্রেমিকা বা বউয়ের সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়। সুস্থ প্রতিযোগিতা বা কাজের চাপ বজায় রাখতে এমন ব্যক্তিগত সম্পর্ক সেটে না থাকাটাই শ্রেয় বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, সাইফ তার বর্তমান স্ত্রী-অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও এই তারকা জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে তিনি তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করেননি।
বিডি-প্রতিদিন/শআ
বিডি-প্রতিদিন/শআ