আমার বাংলাদেশ-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি ও জামায়াত একসময় জোট করেছিল। তাদের পুরোনো জোটের ভাবনা ফিরিয়ে আনুক। জনগণ সিদ্ধান্ত নিক কে বিরোধীদল হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এবি পার্টির এই নেতা বলেন, যে ইস্যুতে আওয়ামী লীগকে নির্বাচনে নয়, সেই একই কারণে জাতীয় পার্টিরও নির্বাচন হবে না। তিনি আরও বলেন, বর্তমান পুলিশ দ্বারা আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। ভোটার হননি কিন্তু তারুণ্যের কাছাকাছি বয়সি প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচনি দায়িত্ব পালনে অন্তর্ভুক্ত করা যায়।