বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন। গতকাল সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে প্রবীণ এ নেতা মোতালেব আকনের বাড়িতে তার সঙ্গে যুক্ত হন তারেক রহমান।
ভিডিও কনফারেন্সে তারেক রহমান মোতালেব আকনের পরিবারের খোঁজখবর নেন। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই প্রবীণ নেতা তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে আসে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি।