আগামী সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বহুল প্রতীক্ষিত এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্বনেতাদের উপস্থিতি প্রত্যাশিত হওয়ায় শহরের কেন্দ্রস্থল সম্পূর্ণ লকডাউনে থাকবে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এক সংবাদ সম্মেলনে জানান, ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে। বিশেষ করে কুয়ালালামপুরে প্রায় ১৬,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে যাতে যানজট নিয়ন্ত্রণ করা যায় এবং শহরের নিরাপত্তা নিশ্চিত হয়।
পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘২৩ অক্টোবর থেকে কুয়ালালামপুর সিটি সেন্টার সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা হবে না।’
শীর্ষ সম্মেলন ২৬ অক্টোবর থেকে শুরু হবে এবং এতে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন সেক্টরাল ডায়ালগ পার্টনার ও বিশ্বনেতারা অংশগ্রহণ করবেন। এছাড়া, সাইপ্রাস এবং ফিনল্যান্ডও আসিয়ানের সংলাপ অংশীদার হিসেবে যোগ দেবে।
নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় প্রায় ৭০টি স্কুল অনলাইন ক্লাসে স্থানান্তরিত হবে এবং শহরের কেন্দ্রস্থল থেকে ২৫ কিলোমিটার ব্যাসার্ধে কর্মরত সরকারি কর্মচারীদের শীর্ষ সম্মেলনের সময় বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ