কুমিল্লা নগরীতে প্রতারক চক্রের কাছে দেড় লাখ টাকা খুইয়েছেন মো. সলিম উল্লাহ সেলিম নামে এক হজ মোয়াল্লেম। ওই প্রতারক চক্র তাকে সৌদি রিয়াল দেওয়ার কথা বলে তার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দিয়েছেন একটি ভিম সাবান! এ ঘটনায় প্রতারিত ওই মোয়াল্লেম কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। সেই সঙ্গে ভুক্তভোগী গতকাল সাংবাদিকদেরও প্রতারণার ঘটনার বিস্তারিত জানিয়েছেন। ভুক্তভোগী মাওলানা সেলিম নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা।
অভিযুক্তরা হলেন- নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাত। অভিযোগে ওই মোয়াল্লেম উল্লেখ করেন, তিনি ১০ অক্টোবর সৌদি রিয়েল কিনতে নগরীর নজরুল এভিনিউতে একটি মানি এক্সচেঞ্জে যান। তখন মানি এক্সচেঞ্জের সামনে দুজন ব্যক্তি তাকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে বলেন, ‘কম দামে বিক্রি করবেন’। কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেইসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড় লাখ টাকা নিয়ে যান। একপর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে এক টুকরো টিস্যু দিয়ে বলেন, ‘ঘেমে গেছেন, মুখ মুছে নিন’। মুখ মোছার পরপরই তিনি হুঁশ হারিয়ে ফেলেন। হুঁশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় প্যাঁচানো একটি ভিম সাবান! আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন। এ ছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন। এ বিষয়ে অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, ‘মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম ১১ অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’