বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, খাদ্যের ঘাটতি নয়, বণ্টনের বৈষম্যই ক্ষুধার মূল কারণ। এ সময় তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের মতো অর্থনৈতিক ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা, খাদ্য অধিকারকে অগ্রাধিকার না দেওয়া এবং সামাজিক নিরাপত্তা জালের বণ্টনে ব্যর্থতা- এসবই সরকারের জনসমর্থন হ্রাস ও পরিস্থিতির অবনতির প্রধান কারণ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য অধিকার বাংলাদেশ এ সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আলি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যপক ড. এম এম আকাশ বলেন, খাদ্যের ঘাটতি নয়, বণ্টনের বৈষম্যই ক্ষুধার মূল কারণ। তিনি খাদ্য অধিকারকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জোর দাবি জানান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রগতি সত্ত্বেও অনেক নাগরিক খাদ্য কেনা ও শিক্ষা বা স্বাস্থ্যসেবার মধ্যে একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন। খাদ্য অধিকার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মহসিন আলি বলেন, খাদ্য অধিকার আইন পাস করার কথা বললে তৎকালীন সরকার আশঙ্কা করে যে, এমন আইন পাস হলে সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে। প্রতিবেশী দেশ ভারত ও নেপাল খাদ্য সার্বভৌমত্ব আইন বাস্তবায়ন করে ইতিবাচক ফল পেয়েছে। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শিলা রানী দাস, ওয়েল্ট হাঙ্গার হিলফের হেড অব প্রজেক্ট মো. মামুনুর রশিদ, ল’ইয়ার্স ফর এনার্জির প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কানিজ ফাতেমা।
শিরোনাম
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
আপডেট:
০২:০৯, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
খাদ্য দিবসের আলোচনায় বক্তারা
খাদ্য বণ্টনে বৈষম্যই ক্ষুধার মূল কারণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর