ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলা ও এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সুযোগ থাকলে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ প্রযুক্তির সঠিক ব্যবহার, ভুল তথ্য (মিসইনফরমেশন) প্রতিরোধ ও নির্বাচনি প্রস্তুতি মতবিনিময় করেছে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে এ বৈঠক হয়। বৈঠকে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রতিনিধিদলে ছিলেন আরও কয়েকজন।
ইসি সচিব জানান, অস্ট্রেলিয়ার মন্ত্রী এসেছিলেন। এটা মূলত সৌজন্য সাক্ষাৎকার। তারা আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, প্রস্তুতি কী, আমরা কী কী ভাবে এগিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে তারাও অভিজ্ঞতা শেয়ার করেছেন। আখতার আহমেদ বলেন, আলোচনার ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার এসেছে। আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, এবিউজ অব ইনফরমেশন, ফেক ইনফরমেশন এসব ব্যাপারেও কথা বলেছি। তিনি আরও বলেন, ‘ইউএনডিপি স্পন্সরড একটা প্রজেক্ট আছে, ব্যালট। সেটাতে তারা সহযোগিতা করছেন। এটা মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। এটা কোনো বিশেষ ব্যাপার না।’
ইসি সচিব আখতার আহমেদ বলেন, অপতথ্য একটা কমন প্রবলেম। আমরা এটা নিয়ে কী কাজ করছি সেটা বলেছি এবং এ পর্যায়ে যদি কোনো সহযোগিতা লাগে, তাহলে আমরা চাই এটাই বলছি। এখন তারা কীভাবে করবে এটা তো পরের ব্যাপার।