বিএনপিকে নারী ও শিশুবান্ধব দল হিসেবে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলটির নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির অগ্রাধিকারভিত্তিক নির্বাচনি অঙ্গীকার। তিনি বলেন, নারী ও শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য। গতকাল দুপুরে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির অগ্রাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। আর বিএনপি মূলত নারীদের ভোটেই বারবার দেশ পরিচালনার দায়িত্ব পায়। সভায় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায়, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী রহমান প্রমুখ।