চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় সব শিক্ষাবোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ড ও প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।
ফলাফল প্রকাশ উপলক্ষে এদিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
গত ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষাবোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। গত ১৯ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হয়।