রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত ৮ অক্টোবর শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৮ অক্টোবর দিনগত রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শার্টারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে। দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি ছিল বলে দাবি মালিকের।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তাররা একটি পেশাদার চোর চক্রের সদস্য। প্রত্যেকের নামেই বেশ কয়েকটি মামলা রয়েছে। শম্পা জুয়েলার্সে চুরি করতে চক্রটি এক মাস আগে থেকে রেকি করা শুরু করে। চক্রের প্রধান বোরকা পরা এক চোর চুরির এক মাস আগে থেকে ২১ বার রেকি করে দোকানটি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।