কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ দলটির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি খুনের মামলা রয়েছে। এই মামলায় শাহাদাতকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার অন্যরা হলেন-খিলক্ষেত থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল খালেক, ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালী, পিরোজপুরের কাউখালী থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ, নরসিংদীর আমিরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল ভূঁইয়া বাশার, ঢাকার দক্ষিণখান থানা শ্রমিক লীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাইফুল ও ঢাকা মহানগর ৬৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবদুল আউয়াল।