ঢাকা ও চট্টগ্রামের উইকেটের পার্থক্য এক নজরেই বোঝা যায় এমন মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে চট্টগ্রামের উইকেট শেষ পর্যন্ত কীভাবে আচরণ করবে, তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চিত তিনি।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে কথা বলেন হোপ।
দুই দিন ধরে উইকেট পর্যবেক্ষণ করেছেন তিনি। প্রাথমিকভাবে ভালো মনে হলেও চূড়ান্ত মত দিতে চাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
হোপ বলেন, “দেখে ভালোই লাগছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটসম্যানদের জন্য ভালো উইকেট থাকে। তবে কেবল চোখে দেখে নিশ্চিত হওয়া যায় না। স্পিন কতটা হবে, বল শেষ দিকে স্কিড করবে কিনা, এগুলো খেলতে গিয়েই বোঝা যায়।”
টি-টোয়েন্টিতে নিজেদের ব্যাটিং শক্তিতেই আস্থা রাখছেন হোপ। তার মতে, দলের ব্যাটিং লাইনআপে এখন প্রচুর গভীরতা রয়েছে, যা যে কোনো দলের জন্য হুমকি হতে পারে।
তিনি বলেন, “আমাদের ব্যাটিং ইউনিট এখন বেশ শক্তিশালী। তবে শুধু কাগজে নয়, মাঠেও সেটা প্রমাণ করতে হবে। বোলারদেরও ওয়ানডে সিরিজের চেয়ে আরও ভালো করতে হবে। সবাই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে আমরা দারুণ কিছু করতে পারব।”
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন হোপ। এই সময়ে দলের উত্থান-পতন দুটোই দেখেছেন তিনি। এবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছেন এই ক্যারিবীয় অধিনায়ক।
বিডি প্রতিদিন/মুসা