দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সাত দিন বন্ধ থাকার পর আবার আংশিকভাবে উৎপাদনে ফিরেছে। গতকাল দুপুরে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় নিশ্চিত করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। বয়লারের পাইপ ফেটে ১৯ অক্টোবর রাতে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর বন্ধ হয়েছিল ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট।