কক্সবাজারের টেকনাফে মানব পাচারের আস্তানায় পৃথক অভিযান পরিচালনা করে ১৪ জনকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, শনিবার রাতে টেকনাফের নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে আট ভুক্তভোগীকে উদ্ধার এবং মানব পাচার চক্রের সদস্য বাহারছড়া নোয়াখালীপাড়ার আবু তাহের ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল ভোরে দক্ষিণ লম্বরীর মোহাম্মদ শফির বাড়িতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ছয়জনকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী জালিয়াপাড়ার মোহাম্মদ শফিকে গ্রেপ্তার করা হয়।