নারায়ণগঞ্জ আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ তার জুনিয়র ও মহুরির বিরুদ্ধে এক নারী ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শিশুসহ চারজন আহত হয়েছেন। তারা হলেন-রাজিয়া সুলতানা (৩৮), তার স্বামী ইরফান মিয়া (৪২), ছেলে জিদান (১৭) ও আবদুল্লাহ (৫)। এ ঘটনায় রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন।
বাদী বলেন, আদালতে হাজিরা দিতে গেলে সাখাওয়াত হোসেনের নির্দেশে তার জুনিয়ররা ও মুহুরি মিলে আমাদের ওপর হামলা করে। আমরা পাওনা টাকা আদায়ের জন্য মামলা করেছিলাম। সাখাওয়াত হোসেন খান বিবাদী পক্ষের আইনজীবী। তিনি মামলা তুলে নেওয়ার জন্য আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। ঘটনার এক ঘণ্টা পর আমি আদালতে যাই। আমি তখন আদালতে ছিলাম না তা ভিডিও দেখলেই বুঝা যায়। তারপরও কী কারণে আমার নাম যুক্ত করা হয়েছে জানা নেই।’ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ‘আজ (রবিবার) যে ঘটনা ঘটেছে তা আমাদের জন্য বিব্রতকর।’ ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।