সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে সাকির আহমদ নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। সাকির কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আযষুর রউফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার। জানা যায়, গতকাল বিকালে ডোনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় খাসিয়ারা গুলি ছুড়লে সাকির গুলিবিদ্ধ হয়। সঙ্গে থাকা যুবকরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। পরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।