দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের ঘোষিত ৩১ দফা প্রচারে উঠান বৈঠক করেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রামকুড়া গ্রামের আদিবাসী নারী ও পুরুষদের অংশগ্রহণে মন্দিরের সামনে এ উঠান বৈঠক হয়। এ সময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য সামছুদ্দিন, রনি ও রকিসহ শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয়রা কর্মসূচিকে স্বাগত জানিয়ে আগামীতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।