বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেখানে অংশ নিচ্ছেন নতুন চলচ্চিত্রের আলোচনায় ও শুটিংয়ে। তার সঙ্গে রয়েছেন নায়ক চঞ্চল চৌধুরীও। নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি সিনেমার কাজে ব্যস্ত চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও গেছেন নতুন সিনেমা নিয়ে আলোচনায়। এর আগে ফারিণ অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে কলকাতায় অভিষেক করেছিলেন। এদিকে গত মঙ্গলবার কলকাতায় মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা যায় চঞ্চল ও ফারিণকে। তাদের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন সিনেমায় একসঙ্গে কাজের জল্পনা। পশ্চিমবঙ্গের স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন একটি ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে। বর্তমানে চলছে আলোচনা ও প্রস্তুতি। চঞ্চল চৌধুরী বলেন, আসলে আমরা কেউ জানতাম না দুজনেই কলকাতায় আছি, পুরোটাই কাকতালীয়। টোনিদা ‘অনিরুদ্ধ রায়চৌধুরী’র সঙ্গে আমি মিটিং করতে আসি, আর ফারিণও একই উদ্দেশ্যে এসেছে। দেখা হওয়ার পরই জানলাম আমরা দুজনেই এখানে। একই পরিচালকের সঙ্গে একসঙ্গে সাক্ষাৎ হওয়ায় প্রশ্ন উঠেছে-তাহলে কি অনিরুদ্ধ রায়চৌধুরীর পরবর্তী ছবিতেই দেখা যাবে চঞ্চল-ফারিণ জুটিকে? এই প্রশ্নে চঞ্চল বলেন, সেটা এখনো নিশ্চিত নয়, তবে কথাবার্তা চলছে।