দক্ষিণ কোরিয়ার সরকার ও টেক জায়ান্টদের সঙ্গে ২ লাখ ৬০ হাজারের বেশি অত্যাধুনিক এআই চিপ সরবরাহের চুক্তি করল মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া।
দক্ষিণ কোরিয়ার গেয়ংজুতে এশীয় প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে বড় চুক্তি ঘোষণা করল মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া। এই সপ্তাহে বিশ্বব্যাপী প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার মূল্য মানে পৌঁছায় এনভিডিয়া। দক্ষিণ কোরিয়ার সরকার, স্যামসাং, এলজি, হুন্দাইয়ের মতো প্রধান প্রযুক্তি সংস্থাগুলিকে ২ লাখ ৬০ হাজারেরও বেশি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপস সরবরাহ করবে এনভিডিয়া।
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং জানিয়েছেন, এই চিপগুলি সেমিকন্ডাক্টর, রোবট থেকে শুরু করে স্বয়ংক্রিয় যানবাহন পর্যন্ত সবকিছু তৈরি করার কারখানাগুলিতে স্থাপন করা হবে।
তবে এই চুক্তির অর্থমূল্য এখনও প্রকাশ করা হয়নি। এনভিডিয়া চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি। গত বছর এনভিডিয়ার মোট আয়ের এক-দশমাংশেরও বেশি এসেছিল চীন থেকে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে বর্তমানে চীনের বাজারে এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই চিপ বিক্রি সীমিত পর্যায়ে রয়েছে। সিইও জেনসেন হুয়াং অ্যাপেক সম্মেলনে হতাশা প্রকাশ করে বলেন, চীনে এআই ব্যবসার ৯৫ শতাংশ অংশীদারি আমাদের ছিল। এখন আমরা শূন্য শতাংশ অংশীদারিত্বে আছি। এতে আমি হতাশ।
তবে, এই সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার পর কিছুটা বরফ গলার আভাস মিলেছে। ট্রাম্প জানিয়েছেন, চীনে চিপ বিক্রির বিষয়ে বেইজিং এনভিডিয়ার সঙ্গে আলোচনা করবে এবং এক্ষেত্রে মার্কিন সরকার কেবল রেফারির ভূমিকা পালন করবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        